শিরোনাম : মায়ের মুখখানি
কলমে : মোহাম্মদ সহিদুল আলম
একদিন এক অনুষ্ঠানে ভিনদেশী অতিথি বৃদ্ধা ভদ্র মহিলা বেশ হাসিখুশি ছিলেন, মা'র প্রসঙ্গ এলেই, মায়ের মুখখানি মনে পড়ায় দু'চোখ এর পানি মুছতে থাকেন!
জীবনের প্রদীপ কখন যে নীভে যায়, তা সকলের অজানা। সুন্দর স্বপ্নময় পৃথিবীর মায়া ত্যাগ ছাড়া নেই বিকল্প! একাকী মাটির ঘর স্থায়ী ঠিকানা।
একদিন আমরা সকলেই মায়ের আদরে ছিলাম, ছিলো না কোন চিন্তা-কষ্ট- যন্ত্রণা! মা সহেছেন সবই। একে একে সবাই একদিন না ফেরার দেশের পথযাত্রী! কেহ আগে, কেহবা পরে, আত্মীয়-স্বজন ছাড়ি!
ভোরের মিষ্টি আলো আর মায়ের মুখখানি সকলের প্রিয়। পৃথিবীতে স্বপ্নের মানুষটি মা। মা'কে মনে হলেই মানুষ মাত্রই, মন এলোমেলো, দূর্বল আর উতলা হয়ে যায়! মন হারিয়ে যায় ছোট্টবেলায়!
রচনাকাল :
৬ই অক্টোবর ২০২৫ইং
কোলম্ব, ফ্রান্স।