শিরোনাম : কষ্ট ভুলে যেতে!
কলমে : মোহাম্মদ সহিদুল আলম
ছোট্টবেলার দিনগুলো সকলের স্বপ্নের। হয়তো সে সময় উপলব্ধি হয় না! দিন যত যায় ততই মনে হয়, বাবা- মা, ভাই -বোন সহ সেই সময়ই ছিল স্বপ্নময় জীবন।
বাবা-মা 'র মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা, স্কুল, খেলাধুলা, মায়ের বকুনি, পড়াশোনা সব মিলিয়ে ছিল এক মায়াময় ভুবন। মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে একদিন মনে হয় বড়ো হয়ে গেলাম!
কষ্ট শুধুই অর্থে সীমাবদ্ধ নয়! কষ্ট দুশ্চিন্তা, দারিদ্র্যতা, মানুষিক, সন্তানদের লালন পালন করা, মায়া- ভালোবাসা আবার মন না পাওয়া! কিছু না কিছু কষ্ট না বলা হয়ে থেকে যায় মনের গহীনে!
দুঃখিনী মায়ের কষ্ট যতই হোক, প্রকাশ থাকে না কষ্টের! আড়ালে কাঁদে কিভাবে কাটবে এই কষ্টের জীবন? বিধাতা ঠিকই
একদিন শত কষ্টের দিন পার করে সুখের দিন দেন, সব কিছুই জীবনের অধ্যায়!
আধুনিক যুগে বহুল পরিবর্তন! সকল দুঃখ-কষ্ট, মানুষিক দুশ্চিন্তা নিবারণে মানুষ সময় কাটান ডিজিটাল ভুবনে।
একাকীত্ব আর সকল কষ্ট ভুলে যেতে!
রচনাকাল :
২রা নভেম্বর ২০২৫ইং
কোলম্ব, ফ্রান্স।