মাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবানের আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই পর্যটক গুরুতর আহত হয়েছেন।
০৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় ডিম পাহাড় হতে আলীকদম উপজেলায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফাইয়ার সার্বিস সুত্রে জানান, আলীকদম টু থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকায় ডিম পাহাড়ের নিচের একটি ঢালু পথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে একজন পর্যটকের মাথায় গুরুতর চোট লাগে এবং অন্যজনের পায়ে মারাত্মক আঘাত পাওয়া যায়।
ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে আলীকদম ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করেন।
পরে তাদের আলীকদম থানাধীন ১০ কিলো এলাকার সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দ্বিতীয় ধাপে চিকিৎসা সম্পন্ন করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত পর্যটকেরা হলেন লক্ষ্মীপুর জেলার মোঃ খালেদ হোসেন পিতা: মোঃ খলিল, নোয়াখালী জেলার সদর এলাকার মোঃ ওমর ফারুক (২৪)
পিতা: মোঃ শামীম ওসমান উদ্দিন
স্থানীয়দের মতে, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় প্রয়োজনীয় অভিজ্ঞতা ছাড়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের সাবধানে চালানোর পরামর্শ দিয়েছেন।