
রামপাল প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় খুলনা-মোংলা মহাসড়কের লেন বৃদ্ধি করার দাবিতে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপি ও জামায়াতে ইসলামী। রবিবার সকালে এনসিপি রামপাল উপজেলা এবং বিকালে জামায়াতে ইসলামী রামপাল উপজেলা শাখার পক্ষ থেকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা খুলনা–মোংলা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হানি বন্দেধে অবিলম্বে মহাসড়কটির লেন বৃদ্ধি করা, দুর্ঘটনা রোধে সড়কে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানান।
রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয়রা অংশগ্রহণ করেন।