মাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার,সদ্য নির্মিত নির্মাণাধীন, আলীকদম কলেজের স্থায়ী ক্যাম্পাসে,
আলীকদম কলেজে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে, আজ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ সোমবার দুপুর, দুপুর ১ ঘটিকা হইতে, দুপুর একটা ৫০ ঘটিকা পর্যন্ত।
জনাব নুরুল ছফা ভূইয়া বাবু আহবায়ক, আলীকদম উপজেলা ছাত্রদলের উদ্বেগে,আলীকদম উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ-ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এবং, উক্ত কলেজের জমি দাতা,জনাব আনছার আলীর উপস্থিতিতে, আলীকদম কলেজের একাদশ শ্রেণীর -২০২৫-২৬ -সেশনের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন অত্র কলেজের জমিদাতা মোঃ আনছার আলী ও আলীকদম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমীন। এছাড়াও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী ও কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশ নায়েক তারেক রহমানের উপহার স্বরুপ:আলীকদম উপজেলা ছাত্রদলের উদ্যোগে, নতুন বই বিতরণের,প্রশংসা করে, দেশ নায়ক তারেক রহমান ও তার দলের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করেন
অত্র কলেজের শিক্ষার্থীরা, এবং নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা, অনেক আনন্দিত।