1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত

বাগমারায় মাদ্রাসার জমি রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় অবসর প্রাপ্ত মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধ ভাবে মাদ্রাসার জমি জবর দখল ও অধ্যক্ষসহ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার সচেতন ব্যক্তিরা।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে মানববন্ধনের আয়োজন করেন।তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান। জিল্লুর রহমান উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি একই উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৫৪ সালে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের স্থানীয় লোকজন ইসলাম শিক্ষার জন্য একটি মাদ্রাসা স্থাপন করেন। তৎকালীন সময়ে এলাকার লোকজন মাদ্রাসা স্থাপনের জন্য জমি দান করেন। তখন থেকেই মাদ্রাসাটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালিত হয়ে আসছে। গোপালপুর জেএল নং ৪২৪, আরএস খতিয়ান নং ১৫৩, দাগ নং ৩২৩, রকম ছাড়াবাড়ি, পরিমান ৩২ শতাংশ। উক্ত জমির চারজন মালিকের মধ্যে তিনজন অত্র মাদ্রাসার জন্য ২৬ শতাংশ জমি দান করেন। বাঁকী ৬ শতাংশ জমি ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্মাতক মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান ক্রয় করে ভাগবাটোয়ারার মাধ্যমে ভোগদখল করেন।

গত ২৫ মার্চ অধ্যক্ষ জিল্লুর রহমান তার ভাগ বাটোয়ারা জমি রেখে রাতের অন্ধকারে মাদ্রাসার জমিতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মানের চেষ্টা করে। ঘটনাটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দেখতে পেয়ে তারা টিনের বেড়ার ঘরটি ভেঙ্গে ফেলে দেয়। পরে জিল্লুর রহমান বার বার সেখানে ঘর নির্মানের চেষ্টা করলে মাদ্রাসার শিক্ষার্থীরা বাঁধা দেয়।তিনি ঘর নির্মান করতে ব্যর্থ হয়ে গত ২৫ এপ্রিল অধ্যক্ষ জিল্লুর রহমান তার স্ত্রী শামিমার রহমানকে দিয়ে রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে গোপালপুর ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেনসহ মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষার্থীসহ ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৫১১ সি/ বাগমারা।মামলার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় লোকজন ফুসে উঠে। ওই ঘটনায় বৃস্পতিবার বেলা সাড়ে এগারোটায় মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজন মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন অভিযোগ করেন প্রায় ৫০ বছর পূর্ব থেকে অবসর প্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান তার অংশের জমি ভাগবাটোয়ারার মাধ্যমে ভোগ দখল করে আসছে। বর্তমানে তিনি জমিতেই বিভিন্ন ফলের গাছ লাগিয়ে দখলে রেখেছেন। অথচ রাতের আঁধারে তিনি অবৈধ ভাবে মাদ্রাসার জমি জবরদখলের চেষ্টা করেছেন। তার জমির সাথে মাদ্রাসার জমির কোন সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছেন।অবিলম্বে মাদ্রাসার জমি দখল থেকে বিরত ও মিথ্যা মামলা প্রত্যাহের দাবী জানিয়েছেন তিনি । মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ইসমাইল হোসেন, আবুল বাসার, রবিউর ইসলাম, মাওঃ ওমর ফারুক, প্রভাষক মাওঃ হাফিজুর রহমান, মোজাম্মেল হক, শিক্ষার্থী এস এম শান্ত ইসলাম প্রমুখ এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি দেখভালের জন্য সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনকে দায়ীত্ব দেয়া হয়েছে।তিনি স্থানটি দেখে মাপ যোকের মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট