1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

তানোরে বিআরডিবি মাঠকর্মীর টাকা চুরি!

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলা পরিষদ ডরমেটরি রুম থেকে রহস্যজনকভাবে বিআরডিবি’র মাঠ সংগঠক শামসুল আলম এর ৯৭ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ৩০- এপ্রিল (বুধবার) দুপুরে এই টাকা চুরির  ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

টাকা চুরির ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, শামসুল আলমের অভিযোগ, তার রুমমেট এলজিইডি’র প্রকল্পে নিযুক্ত কর্মচারী আলামিন টাকা চুরি করেছে। তবে এলজিইডি’র কর্মচারী আলামিন অভিযোগ করে বলেন, অফিসের টাকা আত্মসাতের উদ্দেশ্যে শামসুল আলম চুরির নাটক সাজিয়েছে।

অন্যদিকে এখবর ছড়িয়ে পড়লে পুরো অফিস পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠ তদন্ত করে চিহ্নিত দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

জানা গেছে, বিআরডিবি’র মাঠ সংগঠক শামসুল আলম ও এলজিইডি কর্মচারী আলামিন দীর্ঘদিন যাবত উপজেলা পরিষদের ডরমিটরির একই রুমে থাকেন। কিন্ত্ত প্রায় এক মাস আগে আলামিন বাইরে বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছেন। অথচ রহস্যজনক কারণে ঘরের একটি চাবি এখানো তার কাছেই রেখে দিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে শামসুল আলম বলেন, সদস্যদের কাছে থেকে তিনি কয়েকদিনের কিস্তির টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দেয়ার জন্য ঘরে রেখে দুপুরের খাবার খেতে যান। কিন্ত্ত খাবার শেষে এসে দেখেন ঘরের দরজা খোলা ও ব্যাগে কোনো টাকা নাই। তিনি বলেন, একটি চাবি যেহুতু আলামিনের কাছে আছে, সেহেতু সেই টাকা চুরি করেছে।কারণ সে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকলেও একটি চাবি তার কাছে রেখে দিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে আলামিন আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রুমে তার প্রয়োজনীয় জিনিসপত্র থাকায় তিনি এখানো রুম ছাড়েন নাই, তাই একটি চাবি তার কাছে রয়েছে, তিনি আরও বলেন, প্রায় ১৫ দিন যাবত তিনি ডরমিটরিতে আসেন নাই, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেই সত্যতা পাওয়া যাবে। আসলে অফিসের টাকা আত্মসাত করতেই শামসুল আলম চুরির নাটক করে নিজেই উধাও হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, শামসুল আলম একজন মাদকাসক্ত মানুষ, কখন কি বলে তার ঠিক নাই। তিনি বলেন, যদি তার টাকা চুরি হয়, তাহলে তিনি ইউএনও মহোদয় বা থানায় অভিযোগ করতে পারতেন।কিন্ত্ত তিনি এসব না করে অন্যকে চোর অপবাদ দিয়ে নিজেই চলে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট