1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত

তানোরে অসহায় কৃষকের জমি জবরদখল” (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আব্দিপুর মাঠে এক অসহায় কৃষকের প্রায় (৪) চার বিঘা ফসলি জমি জবরদখল ও ফসল কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

এদিকে জিবীকা নির্বাহের একমাত্র সম্বল হারিয়ে কৃষক আনছার আলী রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন।
এঘটনায় কামারগাঁ ইউনিয়ন (ইউপি’র) কচুয়া গ্রামের কৃষক আনছার আলী (৬০) বাদি হয়ে একই গ্রামের মৃত; নহির মন্ডলের পুত্র খোকা (৫৮) সহ (৭) সাত জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং কামারগাঁ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা, প্রয়াত আবুল হোসেন ধলুর পুত্র যুবলীগ নেতা, রিমন আলীর নেতৃত্বে’ তার লোকজন এসব জমি জবরদখল করেছেন।

এদিকে ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়েছে, নিম্ন-তফসিল বর্ণিত সম্পত্তি (জে এল নম্বর-২০৬) মৌজা – আব্দিপুর, শ্রেণী-ধানী, জমির পরিমান (৪) চার বিঘা ৮’ শতক) তিনি তার পিতার ওয়ারিশ সূত্রে এবং ক্রয়সুত্রে এসব সম্পত্তি প্রায় ৩০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমনকি ভুক্তভোগীর নামে এসব সম্পত্তির খাজনা-খারিজ ও ভুমি উন্নয়ন কর পরিশোধ চলমান রয়েছে। কিন্ত্ত বিবাদীগণ এসব সম্পত্তি জবর দখলে নিতে দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে  অপতৎপতা চালিয়ে আসছে। এমনকি বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন; সম্পত্তি জবরদখলে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা ছাড়া করার হুমকি দেয়া হচ্ছে। সম্প্রতি বিবাদীগণ তার (৪) চার বিঘা জমির বোরো ফসল (ধান) জোরপুর্বক কেটে নিয়েছে। এনিয়ে বিবাদমান দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী এবিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে আনছার আলী বলেন, তার সম্পত্তি বিবাদীরা জোরপূর্বক দখল ও ফসল কেটে নিয়েছেন। তিনি অভিযোগ করায় এখন বিবাদীরা তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।এবিষয়ে জানতে চাইলে খোকা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা তাদের জমির ধান কেটেছেন। কিন্ত্ত আনছার আলী দীর্ঘদিন যাবত তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তিনি বলেন, তাদের পক্ষে আদালতের রায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট