1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত

সিরাজগঞ্জ চাঞ্চল্যকর ইমন হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব কর্তৃক গ্রেফতার –

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানাকে ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এবং র‌্যাব-৪, মিরপুর-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করেনা।

গ্রেফতারকৃত মাছুদ রানা (২৩) বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আশরাফুলের ছেলে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টার (হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।

প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক আতিকুর রহমান মিয়া (পিপিএম) আরো জানান, এক মাস আগে বান্ধবীকে নিয়ে বেলকুচির দৌলতপুর এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে মাসুদ রানা ও তার সহযোগীরা তাদের হয়রানি করে।

পরে ১৮ এপ্রিল বিকেলে ইমন তার বন্ধু রাজিম ও রাব্বিকে নিয়ে ঘটনাটি জানতে অভিযুক্তদের কাছে গেলে মাসুদের নেতৃত্বে ৬-৭ জন সশস্ত্র হামলা চালায়। হামলার এক পর্যায়ে আসামি মাসুদ রানা, ইমনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৭ এপ্রিল নিহত ইমনের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, নিহত ইমন (১৬) এনায়েতপুর থানার খুকনী গ্রামের ইমদাদুল হকের ছেলে ও খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

গ্রেফতারকৃত আসামীকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট