1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত

পাবনায় মুক্তিযোদ্ধাদের নামের স্থাপনার নাম পরিবর্তনে তীব্র প্রতিবাদ জানান শেকড় ফাউন্ডেশন

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

এম মনিরুজ্জামান, পাবনা: পাবনায়
কোনো পূর্বঘোষণা বা গণপরামর্শ ছাড়াই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পাবনার দুটি ঐতিহাসিক ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা ও সংগঠনের সেক্রেটারি ড . মোস্তাফিজুর রহমান খান এক বিবৃতিতে বলেন

মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলের নাম পরিবর্তন করা হয়েছে। শেকড় ফাউন্ডেশন বলছে, এই দুটি নাম পাবনার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।

শহীদ আমিন উদ্দিন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। তিনি পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন। অপরদিকে, রফিকুল ইসলাম বকুল ছিলেন পাবনার গর্বিত সন্তান, যিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। পরবর্তীকালে তিনি পাবনা-৫ আসন থেকে বারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

শেকড় ফাউন্ডেশন মনে করে, নাগরিক সমাজ, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনার আয়োজন ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া অগণতান্ত্রিক এবং জনমানুষের আবেগ-অনুভূতির প্রতি চরম উদাসীনতা প্রদর্শন।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় ফাউন্ডেশনের জরুরি সভা শেষে পরিচালনা পর্ষদ বিবৃতিতে বলেছে, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই হটকারী সিদ্ধান্তে আমরা হতবাক ও ক্ষুব্ধ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের নাম পুনর্বহালের দাবি জানাচ্ছি।”

এছাড়া, কোনো চক্রান্তকারী বা সুবিধাবাদী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত কি না, সেটিও খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেকড় ফাউন্ডেশন সতর্ক করে দিয়ে বলেছে, “দেশের সাধারণ মানুষের আবেগে আঘাত করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় আস্থাশীল জনগণকে হতাশ করা যাবে না। এ ধরনের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।”

পরিশেষে ফাউন্ডেশন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, “এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জাতির সূর্য সন্তানদের স্মৃতি সংরক্ষণের দায়িত্বশীল ভূমিকা পালন করুক সরকার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট