1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডা সফর শেষে সাংবাদিকদের সাথে চসিক মেয়র ডা. শাহাদাতের মতবিনিময় শ্রীপুরে জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের’ রেজিস্টেন্স সম্মাননা প্রদান শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবি মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রীপুরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ” জামায়াত নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে নীলফামারীর ঐতিহাসিক হরিশ্চন্দ্র রাজার বাড়ি নীলফামারীতে শামসুন নাহার হত্যাকান্ডের গ্রেপ্তার প্রধান আসামি এক বছরে বিএনপির আয় ১১ কোটি টাকা: নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিলেন রিজভী রজায়ী যুব তরিকত কমিটির ঐতিহাসিক সমাবেশ ও জশনে জুলুস ৬ রবিউল আউয়াল ৩০ আগস্ট

মোংলায় জমে উঠেছে ভূমি মেলা, মিলছে ই-নামজারিসহ নানা সেবা

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি

কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। মোংলা ভূমি মেলায় এসব সুযোগ-সুবিধার পাওয়া যাচ্ছে। তাই আজ মঙ্গলবার (২৭ মে) শেষ দিনেও জমে উঠেছে মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ ভূমি মেলা। এসময় উপজেলা ভূমি অফিস চত্বর সেবা গ্রহণ করতে আসা বিভিন্ন গ্রাহকদের সেবা নিতে দেখা যায়।

এর আগে গত সোমবার (২৫ মে) নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় মোংলায়ও
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনব্যাপী ভূমি মেলা ২০২৫।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ও সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় একটি র‌্যালি ভূমি অফিসের সামনে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা জমি মালিকদের দুইটা কারণের জন্য। যার মধ্যে একটি হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। ভূমি বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বেশির ভাগ মানুষ দালালদের খপ্পরে পড়েন, সেবা পেতে বিড়ম্বনা হলে সরাসরি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভূমি হচ্ছে সন্তানের মতো, সন্তানদের যেমন লালন পালন করা হয় তেমনি জমিকেও সেভাবে যত্ন করতে হবে। ঠিকমতো চাষাবাদ, ভূমি উন্নয়ন কর দেওয়া হলে ওই জমি নিয়ে কখনও ঝামেলায় পড়তে হয় না।

উল্লেখ্য, মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) ভূমি তথ্য বাতায়ন, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সব ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট