1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

কিশোর গ্যাংগের আতঙ্ক : ছাত্রলীগ – পরে যুবলীগ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা এখন টোকাই রাজন!

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

 

স ম জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি :
তারিখ ও সময় পাল্টায় রাত ১২ টা পর কিন্তু টোকাই রাজন পাল্টায় সেকেন্ডে সেকেন্ডে।
এই সে রাজন কিছু দিন আগে ছাত্রলীগ, এরপর করে যুবলীগ।
তারপর শুরু হয় তার কিছু মাদক সেবনকারীদেরকে দিয়ে ও মোবাইলচোরাই এবং ছিনতাইকারীদেরকে নিয়ে খাইয়া ফালামু নামের একটি কিশোর গ্যাং গ্রুপ তৈরি করে। সেই কিশোর গ্যাং গ্রুপের লিডার টোকাই রাজন বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরি এবং ২/৩ বছর আগে লালমাটিয়া ব্লক-ই ৬ নাম্বার লেইনের মুসলিম বেকারি নামক বেকারিতে দিন দুপুরে রাজন ও তার কিশোর গ্যাং ২০/২৫ জন নিয়ে বেকারিতে গিয়ে চাঁদাবাজি করে। সে সময়ে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। এই বেকারির মালিকের কাছে ৪ লাখ টাকা দাবি করে তারা। এই সময় মুসলিম বেকারির মালিক এলাকার স্থানীয় কিছু মানুষদের কাছে বিষয়টা জানালে আরও ক্ষেপে যায় রাজন টোকাই। তাই রাজন মুসলিম বেকারির মালিককে ফোন দিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে বেকারি মালিক পল্লবী থানায় একটি মামলা করেন। ওই মামলা ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ও আওয়ামী লীগের কিছু নেতাদেরকে দিয়ে পল্লবী থানায় মীমাংসা করে তারপরে ফুটপাত থেকে চাঁদা তুলে নিতো যুবলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা থেকে চোরাই জিনিস কিনে ভাঙ্গারি ব্যবসা করে রাজনের সবুজ বাংলার বিপরীত পাশে খিচুরিপট্টি বস্তিতে একটি ভাঙ্গারি দোকান আছে। উক্ত দোকানে টোকাই রাজনের বাবা দেখাশোনা করে।
টোকাই রাজনের নামে পল্লবী থানায় চুরি, মাদক হতে শুরু করে কিশোর গ্যাং এর একাধিক মামলা রয়েছে কিন্তু সে ৫ই আগস্ট থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার সাথে সাথে তার রূপ পাল্টে যায়। নতুন রূপে টোকাই রাজন সে এখন স্বেচ্ছাসেবক দলের নেতা দাবি করে এবং বিএনপির নাম ভাঙ্গিয়ে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি ও মাদক ব্যবসা দিয়ে টোকাই রাজন আবারো কিশোর গ্যাং গ্রুপ তৈরি করছে। এই রাজন আতঙ্ক ও ভয়ানক যেন স্হানীয় জনসাধারণের কাছে।

নাম প্রকাশ না করা শর্তে স্হানীয় একাধিক ব্যক্তি জানান, আমরা ৫ নং ওয়ার্ড এলাকাবাসী এই টোকাই রাজনের জন্য খুব আতঙ্কে দিন কাটাচ্ছি এটাই শেষ না। কিন্তু টোকাই রাজনের অপকর্ম আরো আছে তার গ্রুপের পোলাপান দিয়ে এলাকার স্কুলের মেয়েদেরকে দেখলে ইভটিজিং করে তারপর কোন সুন্দরী মেয়ে দেখলে তার পোলাপান দিয়ে প্রেমের প্রস্তাব পাঠায়। তারপর সে মেয়ে যদি রাজি না হয় তাহলে মুখে এসিড মেরে দিবে বলে আবার কিছু সময় ধর্ষণ করবে বলেও হুমকি দেন।

এটার জন্য মেয়েরা স্কুলে যেতে পারে না এবং এলাকার মেয়েগুলো বাসা থেকে বের হয় না। তারপর টোকাই রাজনের মূল ব্যবসা সবুজ বাংলার এলাকার ভিতরে বরিশাইল্লা মোচরে ওই জায়গায় টোকাই রাজনের কিশোর গ্যাং গ্রুপের ছেলেদের দিয়ে মাদক বিক্রি করে । আর সেই মাদক বিক্রি টাকা দিয়ে কিশোর গ্যাংগের গ্রুপের পোলাপান চালায়।

আমরা এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ
করছি এই টোকাই রাজনকে আইনের আহতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
আমরা এলাকাবাসী রাজনের এবং খাইয়া ফালামু গ্রুপের সকল সদস্যের গ্রেফতার দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট