1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত

ভাঙ্গায় দুই কলেজ ছাত্রের লুন্ঠিত মোটরসাইকেল সহ দুই ডাকাত আটক

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ৩দিন আগে দুই কলেজ ছাত্রের লুণ্ঠিত মোটরসাইকেল সহ দুই ডাকাতকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (২৫জুন) বিকেলে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে ডাকাতের ঘটনার দায় স্বীকার করেন। পরে তাদেরকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২৪জুন) দিবাগত রাতে ১২টার সময় ভাঙ্গা ও শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবচর থেকে ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল (৩০) নামের এক ডাকাতকে আটক করে থানা নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্য মতে ঐরাতেই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর থেকে আকরাম শেখ(৩০) নামের আরেক ডাকাতকে আটক করে পুলিশ।
এ সময় ডাকাতদের নিকট থেকে লুন্ঠিত হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত হলেন, ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডলের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানার নুনুজ গ্রামের বাসিন্দা ও আরেকজন হল আকরাম শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ইহাট গ্রামের বাসিন্দা।
এ ঘটনার বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ৩দিন আগে ঢাকা থেকে ঘুরতে আসা দুই কলেজ ছাত্রের নিকট থেকে লুণ্ঠিত মোটরসাইকেল সহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।তারা ফরিদপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করে ডাকাতি করার ঘটনার দায় স্বীকার করেছেন। অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ শে জুন রাতে ফরিদপুরের চন্দ্রপাড়া থেকে বন্ধুর বাড়িতে বেড়ানো শেষে ঢাকায় ফিরছিলেন ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র মেহেদী হাসান ও সাগর। রাতে ঢাকা ফেরার পথে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা নামক স্থানে আঞ্চলিক সড়কে ডাকাতের কবলে পড়েন তারা । ডাকাতরা তাদেরকে মারধর করে হোন্ডা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ নিয়ে পালিয়ে যায়। পরে রবিবার(২২ জুুন) ভোররাতে কৌশলে পালিয়ে তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।
এঘটনায় ঐদিন কলেজ ছাত্র মেহেদী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট