জাহিদ হাসান ঃ
অতি ভারী বৃষ্টির কারণে কুষ্টিয়ার ভেড়ামারায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতা নিরসনে পৌরসভার ৩নং ওয়ার্ডে এগিয়ে এসেছে এলাকার তরুণ যুবসমাজ।
বুধবার বিকেলে ভেড়ামারা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি শেখ-এর নেতৃত্বে একদল উদ্যমী যুবক স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন জলাবদ্ধতা নিরসনের কাজে। যুব দলের এই উদ্যোগে অংশ নেন মাসুদ রানা, মিঠুন, শুভ, জয়, বিদ্যুৎ, আল-আমিন টোটন, জীবন ও রূপকসহ আরও অনেকেই।
সরে জমিনে দেখা গেছে, এলাকার তরুণ যুবসমাজ একত্রে নর্দমা পরিষ্কার, পানি নিস্কাশনের পথ উন্মুক্ত করা ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে নিরলসভাবে কাজ করছে। এই মহতী উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তারা।
স্থানীরা জানান, “এই ধরনের কাজ সরকারের পাশাপাশি আমাদের নিজেদেরও দায়িত্ব। এমন উদ্যোগ আমাদের নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে।”
ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় নিয়ে মোঃ রাব্বি শেখ বলেন, “জনগণের ভোগান্তি লাঘবে আমরা সবসময় প্রস্তুত। দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকাবাসীর পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।”