মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় আহ্বায়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অর্ধশত প্রতিনিধির একটি দল গ্রামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪টায় এনসিপির প্রতিনিধি দল নিহতের বাড়িতে পৌঁছায়।
এসময় বিএসএফের গুলিতে নিহতের বাবুর পিতা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও একমাত্র ৩ বছরের শিশু কন্যা আয়েসা খাতুনের পাশে বসে যাবতীয় ঘটনা শোনেন। পরে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম নিহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিষয়টি নিয়ে আমরা ও আমাদের সংগঠন দেখবো, আপনারা এই পরিবারের পাশে থাকবেন। পরে এনসিপি প্রতিনিধি দলটি নিহত ইবরাহিম বাবুর কবর জিয়ারত করেন ও কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে সীমান্তের দিকে যান ও ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবোনা দেবোনা বলে স্লোগান দেয়।
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
৯/৭/২৫