1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হাবিব ভাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুর নাম কর‌নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। যশোরের শার্শায় ইয়াবাসহ যুবক আটক ফকিরহাট সদর ইউনিয়ন সচিবের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বেলকুচি দেলুয়া খেয়াঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম – চট্টগ্রামের জলাবদ্ধতা মোকাবেলায় মাঠে মেয়র: “সমন্বিত উদ্যোগ ও সচেতনতাই হবে স্থায়ী সমাধানের পথ” ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী বাউফলে তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সেই ইমরান’র মরদেহ উদ্ধার সমাজহিতৈষী পল্লী চিকিৎসক গৌরাঙ্গ বিজয় শীল এর পরলোক গমন: বিভিন্ন মহলের শোক আমতলীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানঃ-

নীলফামারী সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জঙ্গলি পাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি।

গত ৮ জুলাই ২০২৫ তারিখে নাবালিকা এক কিশোরীর বিয়ের সংবাদ পেয়ে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ (জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ), সোহেল রানা (গ্লোবাল টিভি), ও নুরল আমিন (স্বদেশ প্রতিদিন) ঘটনাস্থলে ছুটে যান এবং তথ্য সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করেন।

কিন্তু দুঃখজনকভাবে,রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সাংবাদিক স্বপ্না আক্তার কে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি প্রদান করেন। তার সঙ্গে থাকা সন্ত্রাসী শ্যামল রায় সাংবাদিক সোহেল রানা-র কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং স্বপ্না শাহ্-র গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে।

ঘটনার পর আহত সাংবাদিকদের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেন।
ইতোমধ্যে সাংবাদিক সোহেল রানা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান বলেন: “বাল্যবিবাহের মতো সমাজবিরোধী কাজ প্রতিরোধ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা প্রমাণ করে—কিছু জনপ্রতিনিধি অপরাধীদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানসহ সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন “সাংবাদিকদের কাজ সমাজের সত্য তুলে ধরা। যেখানে অন্যায়, সেখানে সাংবাদিক থাকবে—এটাই তার দায়িত্ব। অথচ এই দায়িত্ব পালনে বারবার বাধা দেওয়া হচ্ছে। এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, সত্য ও ন্যায়ের ওপরও আঘাত। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তাহলে দেশে সত্য প্রচারের পথ রুদ্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন “আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায়, সারাদেশে প্রতিবাদ ও মানববন্ধন করতে বাধ্য হবো।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) দৃঢ়ভাবে বিশ্বাস করে—এই ঘটনার সঠিক বিচার হলে সমাজে অপরাধীদের সাহস ভেঙে পড়বে এবং সত্যের পথে চলা সাংবাদিকরা উৎসাহিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট