1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জিনাইগাতীতে ইসমাইলের পরিবারের খোঁজখবর নিলেন সাবেক সফল চেয়ারম্যান বাদশা বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বেলকুচি ১ নং সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মী সম্মেলন অনুষ্ঠিত- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবলিক হেলথ বিভাগ (জিইউবি), পজিটিভ প্লাস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল কৃষিবিদ শামিম শ্রীপুরে বিধবা নারীর ৯ মাস ধরে চলাচলের রাস্তা অবরুদ্ধ গোবিন্দগঞ্জে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের রহস্য জনক ম*’ত্যু শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ আরো এক তরুণের মরদেহ উদ্ধার চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার! শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন লেবানুস চেয়ারম্যান ও জীবন সেক্রেটারি

নীলফামারী সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জঙ্গলি পাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি।

গত ৮ জুলাই ২০২৫ তারিখে নাবালিকা এক কিশোরীর বিয়ের সংবাদ পেয়ে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ (জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ), সোহেল রানা (গ্লোবাল টিভি), ও নুরল আমিন (স্বদেশ প্রতিদিন) ঘটনাস্থলে ছুটে যান এবং তথ্য সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করেন।

কিন্তু দুঃখজনকভাবে,রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সাংবাদিক স্বপ্না আক্তার কে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি প্রদান করেন। তার সঙ্গে থাকা সন্ত্রাসী শ্যামল রায় সাংবাদিক সোহেল রানা-র কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং স্বপ্না শাহ্-র গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে।

ঘটনার পর আহত সাংবাদিকদের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেন।
ইতোমধ্যে সাংবাদিক সোহেল রানা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান বলেন: “বাল্যবিবাহের মতো সমাজবিরোধী কাজ প্রতিরোধ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা প্রমাণ করে—কিছু জনপ্রতিনিধি অপরাধীদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানসহ সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন “সাংবাদিকদের কাজ সমাজের সত্য তুলে ধরা। যেখানে অন্যায়, সেখানে সাংবাদিক থাকবে—এটাই তার দায়িত্ব। অথচ এই দায়িত্ব পালনে বারবার বাধা দেওয়া হচ্ছে। এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, সত্য ও ন্যায়ের ওপরও আঘাত। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তাহলে দেশে সত্য প্রচারের পথ রুদ্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন “আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায়, সারাদেশে প্রতিবাদ ও মানববন্ধন করতে বাধ্য হবো।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) দৃঢ়ভাবে বিশ্বাস করে—এই ঘটনার সঠিক বিচার হলে সমাজে অপরাধীদের সাহস ভেঙে পড়বে এবং সত্যের পথে চলা সাংবাদিকরা উৎসাহিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট