মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফিয়া সাবেরীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ঈমান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম এবং বেলকুচি থানার এসআই হাসানুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি কেরামত আলী তালুকদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুর রহমান শামীম,উপজেলা এনসিপি প্রতিনিধি মুসা হাসেমী এবং আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা তাঁদের আলোচনায় জুলাই শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন— শহীদদের ত্যাগ শুধু ইতিহাস নয়, আমাদের অনুপ্রেরণার উৎস। শহীদদের আদর্শকে ধারণ করে ন্যায়, মানবতা ও উন্নত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতি হিসেবে আমাদের দায়িত্ব, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।