তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।
রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্য / সদস্যাদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
জানা গেছে আজ ১৬-জুলাই (বুধবার) সকাল ১০-০০ মিনিটে কামারগাঁ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ জামিরুল ইসলাম এর নিজস্ব অর্থয়নে, ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্য / সদস্যাদের মাঝে বিনামূল্যে (২০০) দুইশত টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছি।
সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ জামিরুল ইসলাম বলেন; বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের বেশির ভাগ সদস্য / সদস্যা মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের, তাদের পরিবারক পুষ্টি চাহিদা রয়েছে যথেষ্ট, তাই আমি আমার নিজ চিন্তা-চেতনার অংশ হিসেবে বিনামূল্যে (২০০) দুই শত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম তানোর রাজশাহী।
ইউনিয়ন ভিডিপি সদস্য মনিরুজ্জামান, তোতা মন্ডল ও নাজমুল হক।
এছাড়াও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ, ব্যবসায়ী, সমাজকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।