তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।
চলতি আষাঢ় শ্রাবণ মাসে অতিবৃষ্টিপাতের পানি নিষ্কাসনে বাধাগ্রস্থ হওয়ার কারণে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় এবং আমন ধানের ফসলের মাঠ বন্যায় প্লাবিত হয়ে গেছে।
তানোর উপজেলা ও পৌর এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ড ও প্রধান, প্রধান সড়ক এবং গ্রামীণ জনপদের শাখা সড়কগুলোয় পানি নিষ্কাসনের জন্য স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী, (এলজিইডি) ও পৌর প্রকৌশলী অধিদপ্তরের কতৃক নির্মাণকৃত ব্রিজ, কালভার্টে ও খালের পাশে, ছোট-বড় ইমারত বিল্ডিং, শপিংমল, মার্কেট নির্মাণের সময় পানি নিষ্কাসনের ড্রেন ও খালগুলো দখল করে নেওয়ার কারণে, চলতি আষাঢ়- শ্রাবণ মাসে অতিবৃষ্টিপাতের পানি নিষ্কাসনে বাধাগ্রস্থ হচ্ছে।