তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন- টুটুল
রাজশাহীর তানোরে রাস্তা দখল করে
সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় গত ১৮- জুলাই (শুক্রবার) তোফাজ্জুল (নজরুল) বাদি হয়ে একই গ্রামের আনোয়ার হোসেন সহ, দুই জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, তানোর উপজেলার জেএল নম্বর ৮৩, মৌজা চিমনা, খতিয়ান নম্বর; আর.এস-১, দাগ নম্বর আর,এস-১৬৪, শ্রেণী রাস্তা,পরিমাণ ১৩ ফিট। অভিযোগে উল্লেখ্য যে, ওই ১৩ ফিট রাস্তা ছেড়ে বাড়ি করার কথা রয়েছে।এই সত্বে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখাপড়া করা রয়ছে। এছাড়াও বাদি ওই জায়গা ভরাট করে রাস্তা তৈরী করেছেন। কিন্ত্ত বিবাদীগণ উক্ত সম্পত্তিতে জোরপুর্বক অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করছেন।
গ্রামবাসি বাধা দিতে গেলে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা।
এঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষ ও খোভ বিরাজ করছে।
এবষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, আনোয়ার হোসেন বলেন; স্থানীয় ভুমি দালাল, আনারুল ইসলাম ভুমি অফিসের নামে বড় অঙ্কের টাকা খেয়ে সাদরুল নামের এক ব্যক্তিকে খাস জায়গায় আরসিসি পিলার দিয়ে পাকা বাড়ি করে দিচ্ছেন। তাদের কাছেও টাকা চেয়েছেন তারা টাকা দেন নাই। যে কারণে তারা বাড়ি করতে গেলে তাদের বাধা দেয়া হচ্ছে। অথচ তারা ১০ ফিট রাস্তা ছেড়ে বাড়ি করছেন। তিনি বলেন, খাস জায়গায় তাদের বাড়ি করা হলে তারা কেনো বাড়ি করতে পারবেন না। যদি বাড়ি করা বন্ধ হয় তাহলে সবার বাড়ি করা বন্ধ করা হোক।
অন্যদিকে তোফাজ্জুল (নজরুল) বলেন; তাদের যাতায়াতের রাস্তা দখল করে আনোয়ার বাড়ি করছে, আনোয়ারের বাড়ি নির্মাণ করা হলে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে।
এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন; অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।