তপনদাস,নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে ।
তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আজ বুধবার সfড়ে ৩টায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার জাহাঙ্গীরের ইটভাটা পাশে (বসুনিয়া মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান , রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে ঐ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।