নওগাঁ জেলা প্রতিনিধিঃএস এ উজ্জ্বল,
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষে নজরুল মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আইনুল ইসলামের এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে নায়েবে আমির মো: রফিকুল ইসলাম রফিক, মালঞ্চ কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক মো:তৌফিকুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন কিন্টার গার্ডেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
।সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
এতে করে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্ডেন ও এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরাও হতাশ ও বঞ্চিত হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে।
অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে।
তারা আরো বলেন,জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করেছে।
প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা সকল কিন্ডারগার্ডেনের পক্ষে অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিল করে দেশের সকল সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।