মোঃ আজম খাঁন
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর মোবারক আলী বাড়িতে গত ২৩ মার্চ ২০২৫, সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘটিত এক নৃশংস হামলায় গর্ভধারণী মা ছমনা বেগমসহ তার ছেলে মোহাম্মদ আলী ও পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম হয়েছেন। অভিযোগ মতে, আবুল খায়ের নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য দলবল নিয়ে অতর্কিতে এই হামলা চালায়।
আহতরা বর্তমানে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারটির দাবি, হামলার সময় ধারালো অস্ত্র ব্যবহার করে মারাত্মকভাবে আঘাত করা হয়, যার ফলে মা ছমনা বেগম গুরুতর রক্তক্ষরণে ভোগেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলী রাত ১১টা ৩০ মিনিটে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী আবুল খায়ের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।