স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার ফরহাদবাদ দরবার শরীফের প্রতিষ্টান মুফতিয়ে আজম আল্লামা ফরহাদাবাদী হেফজখানা ও এতিমখানার প্রাক্তন ছাত্রদের সংগঠন “আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদ”র ব্যবস্থাপনায় পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
হাফেজ আবদুল হকের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেটিবি ফাউন্ডেশনর চেয়ারম্যান লায়ন মুহাম্মদ দিদারুল আলম।
প্রধান বক্তা ছিলেন আহসানুল উলুম মাদ্রাসার মুহাদ্দেছ হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিছ আনসারি(ম.)।আলোচনায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ(সঃ) এর প্রিয় নাতি হযরত ইমাম হোছাইন (র.) নিজের জীবন বিসর্জন দিয়ে ইসলামকে চিরকালের জন্য উজ্জিবিত করে গেছেন।যার ফলশ্রুতিতে মোনাফেক এজিদের বংশ ধ্বংশ হয়ে ইমাম হোছাইনের ইসলাম আজীবনের জন্য সমুন্নত হয়েছে।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনিয়া জামে মসজিদের খতিব হযরত মওলানা আবুল কাসেম আনোয়ারী, আল্লামা ফরহাদাবাদী একাডেমির সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, একাডেমির সিনিয়র সহ সভাপতি শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, আশেকানে আউলিয়া মাদ্রাসার প্রভাষক মওলানা শেখ আরিফুর রহমান, অধ্যাপক নাছির উল্লাহ, মিল্লাত হোসেন মুহুরি, হাফেজ মুহাম্মদ শেখ আহমদ, হাফেজ মুহাম্মদ জাহেদুল আবেদিন, হাফেজ সাফায়াতুল ইসলাম, হাফেজ মুহাম্মদ শাহজাহান, হাফেজ মিনহাজুল আবেদিন, হাফেজ আবদুর রহমান, মওলানা এনামুল হক মুহুরি, হাফেজ জামশেদ আলী মুন্না, হাফেজ মাসুম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।