মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি থানায় আগত বিভিন্ন ধরনের ভুক্তভোগীগণ আইন সহায়তাকারী পুলিশ প্রশাসন অফিসারদের সাথে পরামর্শ বা আইন বিষয়ক বিভিন্ন সহায়তা ও বিভিন্ন সমস্যা স্থানীয়ভাবে মীমাংসার সেবা প্রার্থীদের বসার জন্য থানা চত্বরে একটি গোল ঘর নির্মাণ করেন বেলকুচি উপজেলা প্রশাসন।
জুলাই ছাত্র জনতার আন্দোলে থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার সব চেয়ার ভাংচুর করেন আন্দোলন কারীরা।
থানায় আগত বিভিন্ন ধরনের ভুক্তভোগীদের বসার চেয়ার স্বল্প থাকায় (২৮ জুলাই সোমবার) বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার বেলকুচি থানার গোল ঘরে সেবা প্রার্থীদের
বসার জন্য কিছু সংখ্যক চেয়ার প্রদান করেন।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার বলেন ,বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রাম মহল্লা থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুক্তভোগীগণ থানা চত্বরে এসে গোল ঘড়ে আশ্রয় নেন , বা অনেক সময় ঝড় বৃষ্টি বা অত্যাধিক তাপমাত্রার কারণে বেলকুচি থানা চতুরে অবস্থানরত সকল লোক সেখানে উক্ত গোল ঘরে আশ্রয় নেন ,ওইখানে এই সমস্ত ভুক্তভোগী বা জনগণের বসার মত পর্যাপ্ত চেয়ার বা বেঞ্চ না থাকায় আমি ভুক্তভোগী বা সকলের বসার জন্য বেলকুচি থানার গোল ঘড়ে কিছু চেয়ার প্রদান করি ,,এতে করে যাহারা থানায় গিয়ে গোল করে আশ্রয় নিবেন তাদের উপকারার্থে আমার এই মহৎ উদ্যোগ ।