মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা খাল বিল সহ বিভিন্ন নদীতে কারেন্ট
জালের পাশাপাশি চায়না দুয়ারি নামের একপ্রকার ফাঁদ ব্যবহার করে জালের পাশাপাশি চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য সম্পদ ধ্বংস করে চলছে এক শ্রেণির অসাধু মাছ শিকারিরা।
চায়না দুয়ারি কে স্থানীয়ভাবে জাল বলা হলেও এটি মাছ ধরার বিশেষ একটি মরণ ফাঁদ একে চায়না জাল,ও ম্যাজিক জাল নামে পরিচিত।চায়না জাল এ ফাঁদের কারণে জলাশয়গুলো দিন দিন দেশে মাছশূন্য হয়ে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসী,এবং কারেন্ট জালের চেয়েও ভয়ংকর দুয়ারি চায়না জাল মরণ এক ফাঁদ।
এ চায়না দুয়ারি দীর্ঘ প্রায় ৮০থেকে৯০ ফুট লম্বা হয়ে থাকে।
এই ভয়ংকর দুয়ারী চায়না জাল দুই দিকে মুখ ঢাকায় ভিতরে মাছ ঢুকলে আর মাছ বের হতে পারে না।
এই দুয়ারিতে পোনা মাছ থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছ আটকা পড়ায় দিন দিন ধ্বংস হচ্ছে প্রজাতি দেশী মাছ।
ভাঙ্গা উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়,পদ্মা নদী, আড়িয়ালখাঁ নদী, ও খাল বিলসহ নদীতে বিভিন্ন স্থানে চায়না দুয়ারি চায়না জাল দিয়ে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।
সারা বছরই বিভিন্ন স্থানে এই ফাঁদ দিয়ে মাছ শিকার করলেও বর্ষা মৌসুমে যেন অসাধু শিকারিরা মাছ ধরার এখন মহা উৎসব। জোয়ারের পানির সঙ্গে ডিমওয়ালা বিভিন্ন প্রজাতির মাছ খাল, বিল সহ বিভিন্ন স্থানে বংশ বিস্তারের জন্য আসার গতি পথে দুয়ারি চায়না জাল খাল বিল পাতা হচ্ছে।
সচেতন মহল ও এলাকাবাসী দাবি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে এই মরণ ফঁাদ চায়না দুয়ারি জাল গুলো এর বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।