মাহমুদ হাসান
রনি,,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাধ্যমে ভারত ফেরত ১৫ নারী-পুরুষকে নিজ পরিবারের জিম্মায় ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে বৃহস্পতিবার বিকালে ভারত-বাংলাদেশী (বিএসএফ-বিজিবি) পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তকৃত ব্যক্তিদের তাদের পরিবারের সদস্যদের উপস্থিত করিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়।ফেরত দেয়া ব্যাক্তিরা হলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার উত্তর কবিরমাহমুদ গ্রামের আজিজার রহমানের ছেলে
মোঃ রফিকুল ইসলাম সদর (৩১), রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ জান্নাতি বেগম (২৮), রফিকুল ইসলামের সন্তান মোছাঃ রোকসানা খাতুন (১২)ও মোছাঃ জুই (৫)। একই উপজেলার আটিঢাবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রাসেল আলী (২৬),রাসেল আলীর স্ত্রী মোছাঃ সাবানা খাতুন (২২),রাসেল আলীর মেয়ে মোছাঃ আছিয়া খাতুন (৩),রেজাউল ইসলামের মেয়ে রেশমা খাতুন (১৩), নিজাম উদ্দিনের স্ত্রী মোছাঃ রাহেলা বেগম (৫২), লালমনিরহাট জেলার সাপটানা কাছেরটরি গ্রামের সফর উদ্দিনের ছেলে
মোঃ আব্দুস ছালাম (৫০), আঃ সালামের স্ত্রী মোছাঃ রিমু খাতুন (২৭), তাদের সন্তান সাবিনা খাতুন (১১), সাদিয়া খাতুন (৪)ও রেমন আলী (০১) এবং গাজিপুর জেলার বাসন থানার চৌরাস্তার রফিদুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (১৪)।
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
০১/০৮/২৫