মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার হয়।
অপারেশনের পর সাংবাদিকদের ব্রিফ করেন অপারেশন পরিচালনাকারী দলের প্রধান, বিশিষ্ট হৃদরোগ সার্জন ডা. জাহাঙ্গীর কবির। তিনি জানান:
“আলহামদুলিল্লাহ, সবকিছু অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপারেশনটি সম্পন্ন করি। এটি সঠিক সময়েই করা হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।”
চিকিৎসকদের তথ্যমতে, আগামী তিনদিন তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) থাকবেন। এরপর অবস্থার উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।
এদিকে, দেশ-বিদেশে বসবাসরত জামায়াতপন্থী সহানুভূতিশীল ও শুভানুধ্যায়ীরা আমীরের সুস্থতার জন্য দোয়া করে যাচ্ছেন। দলের পক্ষ থেকেও আমীরে জামায়াতের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন,
“মহান আল্লাহর রহমত এবং দেশবাসীর দোয়ার বদৌলতেই আমাদের প্রিয় আমীরের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। দোয়া করি, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দ্বীনের কাজে ফিরিয়ে আনেন।”