মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় বাড়ির আঙ্গিনায় ও খোলা জায়গায় গাছ লাগানোর আহবান ও
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র্যালি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে পৌর মুক্ত মঞ্চে এসে শেষ হয়।বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপরিচালক ও জেলা প্রশাসক(অতিরিক্ত) শারমিন আক্তার। এ সময় গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষমেলার সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড.মুন্সি আবু সাইফের সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে ফলজ, ঔষধি ও বনজ গাছ সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশের পরিবেশের সবচেয়ে বেশি রক্ষা করে গাছ। তাই সবাইকে বাড়ীর আঙ্গিনায় বা খোলা জায়গায় গাছ লাগানোর আহ্ববান জানাচ্ছি। এতে প্রকৃত পরিবেশের কোনরকম ঝুঁকি থাকবেনা। বিশ্বে অনাবৃষ্টি ও লবনাক্ত পানির হার বেড়েছে। এসব হার কমাতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। আমরা চাই গাছ লাগানোর মধ্য দিয়ে সুন্দর প্রকৃত এবং সুস্থ পরিবেশ উপহার দিতে চাই’।এসময় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা বন বিভাগের কর্মকর্তা রকিব উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক সজীবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) তাজরিনা সুলতানা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ প্রমুখ।পরে জানানো হয় সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার ১২ টি স্টলের অংশগ্রহণকারীদের মাঝে ১ম,২য় ও ৩য় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের গাছের চারা তুলে দেয়া হয়।
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
৭/৭/২৫