তানোর থেকেঃ জাকির হোসেন-টুটুল
রাজশাহীর তানোর পৌরসভাস্থ কালিগঞ্জ হাট মিতালী তরুণ সংঘের আয়োজনে, কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয় মাঠে (২) দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
জানা গেছে; প্রতিবছরের ন্যায় কালিগঞ্জ হাট মিতালী তরুণ সংঘের আয়োজনে, আগামী ৩০ ও ৩২ আগস্ট রোজ; (শনিবার ও রবিবার) কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয় মাঠে (২) দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় এন্ট্রি ফি- ১২,০০০. টাকা।
প্রথম পুরস্কার, চ্যাম্পিয়ন= ৮০,০০০/= আশি হাজার টাকা।
দ্বিতীয় পুরস্কার, রানার্সআপ= ৭০,০০০/= সত্তর হাজার টাকা।
আয়োজনে কালিগঞ্জ হাট মিতালী তরুণ সংঘ (ক্লাব) তানোর, রাজশাহী।