আবু রায়হান লিটন, স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে উপজেলার সকল সাংবাদিকের সমন্বয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
১০ আগষ্ট বেলা ১১ টায় উপজেলা মোড়ে আয়োজিত কর্মসূচিতে সকল প্রেস ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত হয়ে বজ্রকন্ঠে আওয়াজ তোলেন সাংবাদিক হত্যা সহ সলক প্রকার নির্যাতনের বিচার ও অবিলম্বে সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সাংবাদিক নেত্রী বৃন্দ আরও বলেন, সাংবাদিক কাহার শত্রু নয়। সমাজের দুর্নীতি সামাজিক অবক্ষয় অনিয়ম সহ বিভিন্ন অরাজকতা তুলে ধরায় একজন সাংবাদিকের কাজ। আর এসব তুলে ধরতে গিয়ে সেটা কাহার পক্ষে যাবে কাহার বিপক্ষে যাবে।
তাঁরা জোর দাবি জানায়, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার সম্পন্ন করতে হবে।
একজন সাংবাদিক সংবাদের শিরোনাম তৈরী করে।কিন্তু তা করতে গিয়ে যদি সাংবাদিক নিজেই সংবাদের শিরোনাম হয়, তাহলে এ দায় কার? এ দায় প্রশাসনকে নিতে হবে, দায় সরকারকে নিতে হবে।অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সমন্বয়ে এভাবেই প্রায় ঘন্টাব্যাপী দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন বদল গাছী সাংবাদিক নেত্রী বৃন্দ।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।