জাহিদ হাসান ঃ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ও ধরমপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) সকাল ১১ টায় জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ও বিকেল ৫ টায় ধরমপুর বাজারে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী গোপন ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
প্রধান উদ্বোধক ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার সাবেক সভাপতি ও জুনিয়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ আসলামুদ্দিন, ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা কলেজের সাবেক ভিপি আবু নুরুউদ্দিন নুরু, ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক উপজেলা ছাএদলের সভাপতি ও সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল আলম রােকন, জাতীয়তাবাদী শ্রমিক দল ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মােহা: ছালামত হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও আসাদুজ্জামান মিঠু, বাহিরচর সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, পৌর শাখার যুগ্ম আহবায়ক রাব্বি শেখ, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের আহবায়ক এস এম রানা আহাম্মেদ, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বেলাল জিকু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নির্বাচন কমিশনার প্রধান অ্যাডভোকেট এসএম বদিউজ্জামান এবং সহকারী কমিশনার মোঃ শাহিন হাসান টোকন বেসরকারিভাবে নির্বাচিত জুনিয়াদহ ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ধরমপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত আসাদুজ্জামান মিঠুর নাম ঘোষণা করেন।