মোঃ রাসেল মিয়া স্টাফ রিপোর্টার:
গাজীপুর বাসন থানাধীন ইটাহাটা সাকিনস্থ জনৈক অছুর উদ্দিন এর মালিকানাধীন ভিকটিমের পিতার ভাড়া বাসার ভিতরে। সময়: ১৯/০৮/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১২.৪০ ঘটনা টি ঘটে
প্রাথমিকভাবে জানা যায় যে, ভিকটিম মোঃ তামিম(০৯),পিতা মোঃ আজাদ মিয়া,মাতা- মোসাম্মৎ সখিনা খাতুন, স্থায়ী সআং- ৬ নংচর,থানা-সদর, জেলা-শেরপুর বর্তমান সাং- ইটাহাটা(অছুর উদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া),থানা-বাসন, গাজীপুর মহানগর। ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। ভিকটিমের মা বাবা জানায় মাদ্রাসায় পরীক্ষা শেষে বাসায় এসে ঘরের সিমেন্টের খুঁটির সাথে লাগানো রশিতে গলা ঢুকিয়ে দিয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যায়।ভিকটিমের পিতা-মাতা তাৎক্ষণিক ভিকটিমকে রশি থেকে নামিয়ে দেখতে পায় ভিকটিম মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে বাসন থানায় সংবাদ দেওয়া হলে বাশন থানার এসআই(নিঃ) মোহাম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে সাক্ষীর উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর প্রেরণ করেন।
পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা: এসআই(নিঃ)/মোহাম্মদ আলী মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।