গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর সদর উপজেলার অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা মুজিবুর রহমানকে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করায় তৃণমূলের অনেকে মনে করছেন, দল তাকে পুনর্মূল্যায়ন করবে।
মুজিবুর রহমান গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য। এছাড়া তিনি গাজীপুর সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল, বৃহত্তর ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বৃহত্তর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
দলের প্রতি আনুগত্য ও ত্যাগের কারণে মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন নানা চড়াই-উতরাইয়ে ভরপুর। বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি বহুবার ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। দলের আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে টানা ১০ বছর ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতে পারেননি, ফলে লাখ লাখ টাকার ক্ষতির শিকার হন।
এছাড়া বিভিন্ন সময়ে কারাবরণ এবং দীর্ঘদিন জেল খাটার পর তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও তিনি দলের রাজনীতি থেকে সরে দাঁড়াননি।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, আন্দোলন-সংগ্রামে দলের নির্দেশনা বাস্তবায়নে মুজিবুর রহমানের ভূমিকা অপরিসীম। তারা আশা প্রকাশ করেছেন, গাজীপুর সদর উপজেলা বিএনপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তার ত্যাগ ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করে তাকে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করার দায়িত্ব অর্পণ করবেন।