নজরুল ইসলাম,গাজীপুর।
গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মুকুল মিয়াকে আহবায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট ) গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান (দুখু) এর স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
এই কমিটিতে সেলিম রানাকে যুগ্ন আহবায়ক করে দপ্তরের দ্বায়ীত্বও দেয়া হয়। এছাড়াও আরো আটজনকে যুগ্ন আহবায়ক ও ৩১ জন সদস্য রয়েছে।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত আহ্বায়ক মুকুল মিয়া বলেন, “আমরা সাংগঠনিকভাবে জাসাসকে আরও শক্তিশালী করতে কাজ করব। সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ তরুণদের কাছে পৌঁছে দেওয়া হবে।”
সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান, “গাজীপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জাসাসের কার্যক্রম গতিশীল করতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে।”
এসময় সর্বস্তরের নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দলীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।