1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের চেষ্টা করার সময় তার মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা অপর একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, নীলফামারীর গ্রামীণ সড়কে বালুবোঝাই ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা রাশেদুলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ধরনের দুর্ঘটনা রোধে ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের চেষ্টা করার সময় তার মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা অপর একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, নীলফামারীর গ্রামীণ সড়কে বালুবোঝাই ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা রাশেদুলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ধরনের দুর্ঘটনা রোধে ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট