মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের জাকিরের ছেলে জ্যাকি ও মাশরাফি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় তারা চাঁদাবাজি করে আসছিল। এদের মধ্যে মাশরাফি পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তবে গত বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর তিনি ফকিরহাট উপজেলা বিএনপির এক নেতার ছত্রছায়ায় থেকে পুনরায় চাঁদাবাজি শুরু করেন।
শনিবার সকালে তারা চাঁদাবাজির চেষ্টা করলে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে গণধোলাই দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের অপকর্মে অতিষ্ঠ হয়ে তারা অবশেষে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছেন।
ফকিরহাট থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।