আমি নির্ভীক
আর.ই.রেজা
আমার কোন আক্ষেপ নেই—
পেছনে ফেলে এসেছি শত ষড়যন্ত্রের ছায়া,
সত্যকে ধরে রেখেছি হৃদয়ের মাটিতে,
ভবিষ্যৎ গড়েছি এক নির্ভীক প্রত্যয়ে।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ—
এ শুধু নাম নয়, এ আমার স্বপ্নের আশ্রয়,
এখানে নেই বিশ্বাসঘাতকতার ঠাঁই,
ষড়যন্ত্রকারীদের নেই কোন পরিচয়।
যারা আঁধারে বুনে ফাঁদ,
তাদের মুখোশ পড়ে যায় আলোয়,
আমরা নির্মল আলোয় গড়ি পথ,
সংগ্রামে, সাহসে, মানবিক চেতনায়।
আমার কলম চলে সত্যের পক্ষে,
আঘাত এলে হই না দিশেহারা—
কারণ আমার ভিতরে জ্বলে দীপ্ত শপথ,
মানবাধিকারের পতাকা আমার যাত্রাপথ।
আমি রই, আমরাই থাকব—
তথ্য, ন্যায় আর মানবতার আলোকবাহক,
তোমরা যারা কূটচালে মত্ত,
জানো—এখানে নেই তোমাদের কোন স্থান, কোন অধিকার।