
সাম্প্রতিক এক সমাবেশ দিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এবং নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনেকের প্রশংসাও পান তিনি। কিন্তু প্রচারে নামতে না নামতেই বিতর্কে নাম জড়াল দক্ষিণের এই সুপারস্টারের
ভারতীয় গণমাধ্যমের খবর, জনসভায় থালাপতি বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সুপারস্টার তথা ‘তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)’-এর প্রতিষ্ঠাতা বিজয়ের বিরুদ্ধে ইতোমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। এতে তার দেহরক্ষীদের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে।
জানা গেছে, আসন্ন বিধানসভা ভোটের আগে গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে টিভিকে’র জনসভায় যোগ দিয়েছিলেন থালাপতি বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ।
অভিযোগ, ওই সমাবেশে উৎসাহী কয়েকজন র্যাম্পে উঠে পড়েন। কিন্তু তাদের ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে।
২১ আগস্টের সমাবেশের একটি ভিডিও ভারতীয় সংবাদ সংস্থা এএনআই শেয়ার করেছে। তাতে দেখা যায়, টিভিকে-প্রধান বিজয় র্যাম্পে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তিকে র্যাম্প থেকে ছিটকে পড়তে। অভিযোগ, বাউন্সাররা তাদের ঠেলে ফেলে দেন। র্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল।