মোঃ রিদুয়ান চৌধুরী
চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথায় দীর্ঘদিন ধরে সড়কের রেজিস্ট্রেশনবিহীন গ্রাম সিএনজি ও টুকটুকি দিন দিন বেড়েই চলছে। আজ ১১ সেপ্টেম্বর,২৫ দুপুর ২ টায় একটি চক্র সড়ক দখলে রেখে সিএনজি, টুকটুকি যাত্রী উঠা- নামা করতে দেখা গেছে৷ দিকে ভাসমান দোকান বসাইয়ে যানজট সৃষ্টি এবং হকারা ফুটপাতে অবৈধ দোকান বসাইয়ে হাসিলের নামের টাকা আদায়ের ঘটনা ভূক্তাভূগীরা জানান।
আরকান সড়কের উপর দীর্ঘদিন ধরে কাজীরহাট বাজার একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র বাজার কমিটির নামে কাজীরহাট বাজার পরিচালনা করছে স্হানীয় সুত্রে জানা গেছে। মোহরা,রাউজান,হাটহাজারী,
বোয়ালখালী সহ জনসাধারণ চলাচলের ভোগান্তির শিকার। এসবের বিরুদ্ধে গত কিছু আগে কয়েক দফায় পুলিশ ও ট্রাফিক প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে দেখা গেলে টোকাই,
চাঁদাবাজরা কাপ্তাই রাস্তার মাথার দায়িত্বশীল নীতিবাদ ট্রাফিক পুলিশের টি,আই নাজিম কে মারধরে হুমকি দেয় বলে টি আই নাজিম দৈনিক অপরাধ দমন পত্রিকার প্রতিনিধিদের জানান। চান্দগাঁও থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করার স্হানীয় জনগন দাবী জানান।