মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
চৌবাড়ী ডঃ সালাম জাহানারা কলেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) ২০২৫, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৫-২৬ শিক্ষা বর্ষের নবীনবরণ অনুষ্ঠান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন কলেজ পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ সরকার, অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জুনায়েদ হোসেন, এবং সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সরকার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “তোমরাই আগামীর নেতৃত্ব দিবে , সৎ, নৈতিক ও অধ্যবসায়ী হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করব, নতুন দেশ গঠনে অংশ নিবে ।
অধ্যক্ষ মোঃ জুনায়েদ হোসেন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের মেধা ও যোগ্যতাকে বিকশিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থীদের পরিবেশনা, নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক ও কৌতুক পরিবেশনায় জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শিক্ষার্থীরা উচ্ছ্বাসভরে তাঁদের প্রতিভা প্রকাশ করেন। নবীন শিক্ষার্থীরা কলেজে তাঁদের নতুন যাত্রা শুরু করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং একজন আদর্শ শিক্ষার্থী হয়ে গড়ে ওঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংস্কৃতিক পর্ব শেষে -শিক্ষার্থীদের মাঝে কলম ও রজনীগন্ধা ফুল দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে শেষ হয় নবীনবরণ অনুষ্ঠান।