এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিও এ)
নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই
চিরান ও সেক্রেটারি জেনারেল মোহন সাংমা
যৌথ স্বাক্ষরিত কমিটিতে
মি :লেবানুস মারাগ চেয়ারম্যান, মি: মর্নিং টন মং সিনিয়র ভাইস চেয়ারম্যান,
মি: জীবন মং সেক্রেটারি জেনারেল, লক্ষণ চন্দ্র বর্মন সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল,
সনাতন বর্মন ও বিশ্বনাথ মৃ কে সাংগঠনিক সেক্রেটারী মনোনীত করে অনুমোদন দেয়া হয়েছে ২১ সদস্য বিশিষ্ট কমিটির।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিবর্গরা।
নবগঠিত কমিটির চেয়ারম্যান লেবানুস মারাগ বলেন, সকলের মতামতের উপর ভিত্তি করে কেন্দ্রীয় কমিটি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমরা তাদের আস্থার যথাযথ মূল্যায়ন করবো। আজ থেকেই সকল ভেদাভেদ ভুলে সবার উন্নয়নে আমরা কাজ করে যাবো।
বিগত সময়গুলোতে কি হয়েছে আমরা তা দেখতে চাই না। আমাদের একটি উদ্দেশ্য
ট্রাইবালের অন্তর্গত সকলকে সহযোগিতা করা।
উন্নয়নে কাজ করে যাবো। তিনি এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।