মোঃ রিদুয়ান চৌধুরী
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির আলমাস সিনেমা এলাকায় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি সকাল থেকে ফুটপাতে পড়ে ছিলো, পরে কতোয়ালী থানায় ফোন করা হলে দুপুর দেড়টার দিকে এসে পুলিশ লাশটি তাদের হেফাজতে নিয়ে যায়।
পুলিশ উপ-পরিদর্শক আমির জানায়, মৃত ব্যক্তি একজন পুরুষ। বয়স আনুমানিক ৬০ হবে। ধারণা করা হচ্ছে ন্যাচারালভাবে বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। মাথা ঘুরিয়ে পড়ে গেছে ধারণা করা হচ্ছে। পরে আমরা দেড়টার দিকে এসে লাশটি উদ্ধার করি। লাশটির গায়ে গামছা পেছানো ছিলো।
কোতোয়ালী থানার তদন্ত অফিসার মো: সেলিম জানান, আমার টিম গিয়ে লাশটি উদ্ধার করেছে। মেডিকেলে সুরত হাল তদন্তের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
চট্টগ্রাম মেডিকেলের লাশ ঘরের ডোম জানান, লাশটি এখনো আসেনি মেডিকেল সুরত হাল প্রতিবেদনের পর আনা হলে কাটাছেঁড়া করা হবে এবং পরবর্তীতে জানা যাবে মৃত্যুর কারণ।