1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত

বেলকুচি উপজেলা চত্বরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে –

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

শীতের আগমনী বার্তার সময় অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত অতিথি পাখির উড়াউড়ি ও কিচিরমিচির শব্দে পুরো পরিবেশ যেন এক অন্যরকম রূপে সেজে উঠেছে। প্রকৃতির সঙ্গে জীববৈচিত্র্যের এ মেলবন্ধন এখন এলাকাবাসী ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর অতিথি পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে ,শামুকখোল প্রজাতির পাখির ঝাঁক সকাল-বিকেল আকাশে ডানা মেলে খেলায় মেতে ওঠে। এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন আশপাশের গ্রামের মানুষজন ভিড় করছেন উপজেলা চত্বরে। অনেকে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু স্থানীয় নয়, বাইরের দর্শনার্থীরাও এখন ছুটে আসছেন বেলকুচি উপজেলা চত্বরে। পাখিদের একসঙ্গে ঝাঁক বেঁধে উড়ার দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপিপাসুরা,। ফলে উপজেলা চত্বর এখন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এক নতুন পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।

বেলকুচির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী অতিথি পাখিদের খাদ্যের প্রধান উৎস। বিশেষ করে শামুকখোল সহজেই নদী ও আশপাশের জলাশয় থেকে শামুক সংগ্রহ করতে পারে। এলাকাবাসীর দাবি, এখানে শিকারিদের তৎপরতা নেই বললেই চলে। ফলে নির্ভয়ে আশ্রয় নিতে পারছে অতিথি পাখিরা।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন-
“গত বছরের তুলনায় এ বছর অতিথি পাখির সংখ্যা সত্যিই বেড়েছে। যমুনা নদী থাকার কারণে খাদ্যের কোনো অভাব হয় না। তাছাড়া এখানে কেউ পাখি শিকার করে না। এসব পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

স্থানীয় বাসিন্দারা মনে করেন, অতিথি পাখিদের টিকিয়ে রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। তারা চান, প্রকৃতির এই অনন্য সৌন্দর্য যেন কোনোভাবেই নষ্ট না হয়।

প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের সচেতনতার সমন্বয়ে বেলকুচি উপজেলা চত্বর এখন অতিথি পাখির নিরাপদ আবাসভূমি এবং সম্ভাবনাময় একটি নতুন পর্যটনকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের মাঝে শান্তির বার্তা বিরাজ করছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট