আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি হইয়া চল্লিশ কাহনিয়া মৃধা বাড়ির পাশ দিয়ে প্যাদা বড়ির স্কুল পর্যন্ত মাটির তৈরী কাঁচা রাস্তাটি পাকা করণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
০২ অক্টোবর-২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার দিকে প্রচুর বৃষ্টি উপেক্ষা করে রাস্তাটি পাকা করার দাবীতে এ মানববন্ধনে অই এলাকার কোমলমতি শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। এ-সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সাইদুল মৃধা, সুমন মৃধা, বেল্লাল হোসেন, রাসেল মৃধা।
বক্তারা বলেন, মধ্য উত্তমপুর তালতলা বাজারের পূর্ব পাশ থেকে তালুকদার বাড়ি হয়ে চল্লিশ কাহনিয়া মৃধা বাড়ি থেকে প্যাদা বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এ মাটির রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা। আর এই মাটির রাস্তাটির বেশি ভাগ অংশই বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামের মধ্যে অবস্থিত, বাকি অংশ মধ্য উত্তমপুরে। রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাস্তার দু,পাশে প্রায় দুই হাজার পরিবারের মানুষের বসবাস। এখানে বর্ষার সময় কোনো ব্যক্তি অসুস্থ হলে আড়াই কিলোমিটার রাস্তায় কাঁদে বহন করে নিয়ে গাড়ীতে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পূর্বেই অনেক রোগী মৃত্যু বরন করে থাকেন। এছাড়াও রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার অসংখ্য ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করেন। তাই এই আড়াই কিলোমিটার মাটির রাস্তাটি দ্রুত পাকা করণ করা খুবই জরুরী।
বক্তারা এছাড়াও বলেন যে, আমরা একাধিক বার স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যানের নিকট আবেদন জানালেও কোন ব্যবস্থা করা হয় নাই। এমতাবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আসু হস্তক্ষেপ কামনান করছেন ভুক্তভোগী জনসাধারণ।