
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রামানিক যুব সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ অক্টোবর বেলকুচি প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে কোনাবাড়ি সড়ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রামানিক যুব সংগঠনের সভাপতি রোকন উদ্দিন,এ সময় উপস্থিত ছিলেন-
প্রামানিক যুব সংগঠনের প্রধান উপদেষ্টা ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রামানিক যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কিবরিয়াএ সময় বলেন, দেশের সার্বিক উন্নয়ন পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় করার জন্য আমাদের বাড়ির আশপাশে রাস্তার ধারে সকলের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।পরিবেশ সুরক্ষায় ও জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন – প্রামানিক যুব সংগঠনের সহ সভাপতি রাসেল আহমেদ,
প্রামানিক যুব সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,প্রামানিক যুব সংগঠনের কোষাধ্যক্ষ সিয়াম,প্রামানিক যুব সংগঠনের সদস্য শাকিল,প্রামানিক যুব সংগঠনের সদস্য জয়নাল,প্রামানিক যুব সংগঠনের শান্ত, জুবায়ের, মিজান সহ প্রামানিক যুব সংগঠনের অন্য অন্য সকল সদস্য এ সময়ে উপস্থিত ছিলেন ।