1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মফস্বলের সাংবাদিকতা: বৈষম্য, বঞ্চনা ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তাহেরপুর গণ সমাবেশ এবং লিফলেট বিতরণ করেন আলহাজ্ব আনিসুল হক সাহেব । শেরপুরে সিজার করতে গিয়ে প্রসূতির মৃ’ত্যু, হাসপাতালে তালা সীমান্তের শূন্যরেখা হুমকিতে অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা। সহযোগিতা চাইলেন সাংবাদিকদের। দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্রান্তিকালে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মামলা দায়ের করা নিরাপরাধ ব্যক্তিদের আইনগত সহায়তা দেবার আহবান’’- জিএম কাদের ১৮ বছর ধরে প্রভাবশালীদের দখলে সরকারি রাস্তা — ফেরত চেয়ে মোরেলগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত মেহনতী মানুষের ভাগ্যর পরিবর্তনের জন্য পুরোনো রাজনীতির কবর রচনা করতে হবে,, সোহরাওয়ার্দী বেলকুচির ৩নং ভাঙ্গাবাড়ীতে শ্রমিক দলের আলোচনা সভায় জনতার ঢল – গোবিন্দগঞ্জে পাহাড়াদারকে বেঁধে রেখে ভবন নির্মাণসামগ্রী চুরি

সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনার নতুন মোর…. ঘটনার ৩ দিন পরে সীমান্ত সড়কে বাংলাদেশী নাগরিক মেনথ্যাং ম্রো (৪০)-এর মৃতদেহ উদ্ধার…

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদমব বান্দরবান।
গত ১৩ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ-আলীকদম পোয়ামুহুরী সীমান্ত ৩০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত ৫৪ -৫৫ পিলারের মধ্যবর্তী বাংলাদেশ সীমানায় ম্রো সম্প্রদায়ের চাষ কৃত পাহাড়ে আবাদি জুম ক্ষেতে মরিচ উঠানোর সময় – সীমান্তে,,ওত পেতে থাকা আরাকানের হামলার শিকার হয় বাংলাদেশী দুই ম্রো সদস্য, এতে একজনের মৃত্যু হয় অন্যজন, আহত হয়,, আহত ব্যক্তি প্রাণের বয়ে ওই দিন তার নিজ বাসা-৭ নং ওয়ার্ড গর্জন পাড়ায় চলে আসে।

গত ১৫ ই অক্টোবর ২৫ খ্রিস্টাব্দ -ঘটনার অনুসন্ধানে,সংবাদকর্মী অত্র এলাকায়, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে, অত্র এলাকার স্থানীয় তথ্যসূত্রে জানা যায়,, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা পোয়া মুহুরী সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে, মায়ানমার হতে আরাকান আর্মির ড্রোন হামলার ঘটনা ঘটে, এতে একজন বাংলাদেশী নাগরিক ম্রো নিহত হয়, এবং একজন বাংলাদেশী নাগরিক ম্রো আহত হয়, গত১৩ অক্টোবর’ আনুমানিক বিকাল ৩ থেকে ৪ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার রামু ব্যাটালিয়ন “৩০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার অধীনস্থ পোয়ামুহুরী ভিউপি’র দায়িত্বপূর্ণ এলাকায়-পিলার–৫৪-৫৫,মধ্যর্তী, স্থান হতে পূর্বদিকে দিকে বাংলাদেশের অভ্যন্তরে চাষাবাদ কৃত জুুমে,মায়ানমারের আরাকান আর্মি হতে ড্রোন হামলার ঘটনা ঘটে।

অত্র এলাকায়-পাহাড়ের অরণ্যে জুমে চাষ কৃত কাঁচা মরিচ সহ অন্যান্য ফসলাদি দেখতে ও মরিচ আনতে তারা তাদের জুম ক্ষেত যাচ্ছিলেন।

জুম ক্ষেতে যাওয়ার পরবর্তী সময়ে পাহাড়ে -কাঁচা মরিচ উঠানোর সময় ঘটনাস্থলেই একজন বাংলাদেশি নাগরিক -মেনথ্যাং ম্রো ৪০, পিতাঃ তাংলাই,ম্রো-৮ নং ওয়ার্ড, বর্তমান ঠিকানা, ছোটব্যতি এলাকার পশ্চিম উত্তর অংশে নতুন পাড়ার,বাসিন্দা,উক্ত ঘটনায় এর মৃত্যু হয় ও অন্যজন বাংলাদেশী নাগরিক, ম্যাংসার মোরং (৩০), পিতাঃ শাংওয়ান, আলীকদম উপজেলার আওতাধীন ৪ নং কুরুকপাতা, ইউনিয়নের-৭ নং ওয়ার্ড গর্জন পাড়ার বাসিন্দা,আহত হয়।

স্থানীয় সূত্রেজানাই, মৃত ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায়নি, আহত বাংলাদেশী নাগরিক, তার নিজ এলাকা গর্জনপাড়া চলে আসে।বর্তমানে তিনি গর্জন পাড়ায় রয়েছে।

৪ নং কুরুকপাতা ইউপি ৭ নং ওয়ার্ডের মেম্বার-ম্যানরাও ম্রো জানান, আহত ব্যক্তি তার নিজ,বাসা গর্জন পাড়ায় চিকিৎসা নিচ্ছেন উক্ত ড্রোন হামলার ঘটনায়, নিহত ও আহত ব্যক্তি পরস্পর আত্মীয়তার সম্পর্ক ছিল। তারা জুম ক্ষেতে পাহাড়ি কাঁচা মরিচ আনতে গিয়ে,,পাহাড়ে জুমে আরাকানের,ড্রোন হামলার দুর্ঘটনার শিকার হন। এ নিয়ে-সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, পাশাপাশি সীমান্ত এলাকার বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করার প্রয়োজন মনেকরে, তিনি, বলেন, উক্ত ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার প্রচেষ্টায়, সীমান্ত এলাকার সকল বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে, উক্ত পাড়ার গর্জন পাড়া কারবারি জানান,
সীমান্ত এলাকার এই আতংক, ওই এলাকার ম্রো সম্পদের লোকের, মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করছে, তিনি জানান, বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে আরাকান আর্মির, নৃশংস হামলা,পাড়াবাসীর জন্য কল্যাণকর নয়,
এছাড়াও উক্ত এলাকার বিভিন্ন পাড়ায় বসবাসকারী স্থানীয়রা বক্তব্যে বলেন -সীমান্ত এলাকার ৫৪-৫৫ পিলার সংলগ্ন -রাস্তার পূর্বপাশে, বাংলাদেশের অভ্যন্তরে, ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে, সীমান্ত এলাকায় তাদের জুমে চাষ করা বিভিন্ন ফসল সবজি থেকে শুরু করে,অন্যান্য তরি তরকারি ইত্যাদি,জুম থেকে বাসায় আনতে পারছে না,এতে করে তাদের জীবন যাত্রার মান, অত্যন্ত ভয়-ভীতি’ বিরাজ করছে, আতঙ্কে সীমান্ত বসবাসরত সকল জনগোষ্ঠী।
১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, সংবাদ কর্মী-অত্র এলাকার ঘটনাস্থলে-সঠিক তথ্য উদঘাটনের লক্ষে নিউজ সংগ্রহের –একদিন পরে-১৬ ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকার সময়,,রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি, ও পোয়া মুহুরী সীমান্ত বিউপি’র আওতাধীন, বিউপি ক্যাম থেকে-০১-কিলোমিটার পশ্চিম উত্তরে-সড়কের মধ্যে “মেনথ্যাং ম্রো ৪০, পিতাঃ তাংলাই,ম্রো-৮ নং ওয়ার্ড,৪ নং কুরুক পাতা ইউপি, বর্তমান ঠিকানা, ছোটব্যতি এলাকার পশ্চিম উত্তর অংশে নতুন পাড়ার,বাসিন্দা, এর, উক্ত ঘটনা’র মৃত দেহটি,বিউপি বিজিবি সদস্যরা উদ্ধার করে, খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়,ও পোয়া মুহুরি বিউপি’র দায়িত্বরত বিজিবিক সদস্য হতে -মৃত ব্যক্তির, মরদেহ,-আলীকদম থানা পুলিশ” থানা হেফাজতে নিয়ে আসে, উক্ত মৃতদেহের, সুরতাল পোসম্যাডাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট