1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তিন শিক্ষকের দুই পরীক্ষার্থী,সেই দুই পরীক্ষার্থী ফেল,জিপিএ- ৫ পায়নি কেউ।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় অবস্থিত
বেলকুচি উপজেলা সংলগ্ন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার ফলাফল ভয়াবহ বিপর্যয় ঘটেছে,মডেল কলেজের ২৮ বছরের সফলতা ২০২৫ সালে শেষ, চলতি বছরে পাশের চেয়ে ফেলের সংখ্যা দ্বিগুণ।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছরে ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৩১৬ জন মডেল ডিগ্রি কলেজের পরীক্ষার্থী এবছরে এইচ,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেন,৩১৬ জনের মধ্যে ৫৭ জন পাস করেছেন, ফলে কলেজটির মোট পাসের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ০৪ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ও একাধিক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ কর বলেন ,বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্রে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ, উল্লেখ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের পাসের হার ছিলো ৫০ থেকে ৫২ শতাংশ, চলতি বছরে পাসের হার মাত্র ১৮,০৪ ,শতাংশ অত্যন্ত খুব লজ্জার,বেলকুচি উপজেলার সকল কলেজের মধ্যে সর্বনিম্ন পাসের হার এই মডেল ডিগ্রি কলেজের,শিক্ষকদের দায়িত্বহীনতা ও ক্লাস না নেওয়ার কারণে এমন অবস্থা হয়েছে স্থানীয় ও অভিভাবক তাঁরা মনে করেন, অভিভাবকরা আরো বলেন ,দুঃখজনক বিষয় কমার্স, সাইন্স থেকে কেউ পাশ করতে পারেন নি, কমার্সের দুই শিক্ষার্থীর তিনজন শিক্ষক,সেই দুই পরীক্ষার্থী ফেল এটা কি ভাবা যায়,।তিন শিক্ষকের দুইশিক্ষার্থী ফেল করে,সাইন্সের ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ফেল করেছে,।ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবহেলার কারণে এমন ফলাফল হয়েছে, পরীক্ষার্থীর অভিভাবকরা মনে করেন।

একাধিক শিক্ষার্থী বলেন কলেজে নিয়মিত ক্লাস হয় না,কলেজের পরিবেশ আগের মতো নেই,,দিন যাচ্ছে কলেজে লেখা পড়ার মান নষ্ট হচ্ছে,শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে সব সময়, কলেজের শিক্ষক-শিক্ষিকা সময় মতো ক্লাস নিতে আসেন না,কলেজের শিক্ষকরা বেশির ভাগ ভারপ্রাপ্ত অধ্যক্ষর অফিস রুমে বসে থাকেন,ক্লাস রুমে উপস্থিতি ছাত্র ছাত্রীর সংখ্যা কম থাকলে ক্লাস নেওয়ার জন্য অনহিয়া প্রকাশ করেন শিক্ষকরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন প্রতিবেদক কে জানান এ বছরে কলেজের ফলাফল ভালো হয় নি, ৩১৬ জন পরীক্ষার্থী এ-র মধ্যে ৫৭ জন পাস করেছেন, অধিকাংশ শিক্ষার্থীরা বই ক্রয় করেননি এবং, ঠিক মতো ক্লাসেও আসেন না, এমন ছাত্র ছাত্রীদের ধারায় ভালো ফলাফল করা সম্ভব না, আমার মনে হয় এই কলেজ থেকে দশজন পাস করলে আরো ভালো হতো, শিক্ষার্থীরা বুঝতে পারতো পড়ালেখা না কারলে পরীক্ষার ফলাফল কি হয়।

বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি আমিরুল ইসলাম খান আলিম তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা মদিনায় গমন করেছেন সেই জন্য প্রতিবেদনে সভাপতির সাক্ষাৎ নেওয়া সম্ভব হয় নি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট