
-মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম–প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, ২৮-শে অক্টোবর ২০২৫ঃখ্রিষ্টাব্দ,রোজ মঙ্গলবার সকাল, সাড়ে আট ঘটিকা হতে -সকাল ১০ ঘটিকা পর্যন্ত, আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শিলবুনিয়া পাড়ায় মারাইংতং গামী রাস্তার উপর মারাইংতং পাহাড়ে রিসোর্ট নির্মাণকে কেন্দ্র করে এবং মারাইংতং পাহাড়ের সীমানা বিরোধ নিয়ে” জনাব উঃ উইচারা ভিক্ষু “বিহারাধ্যক্ষ মারাইতং ধাম্মাজেদী বৌদ্ধ বিহার” এর নেতৃত্বে–উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে- উপস্থিত ছিলেন :-চাহ্লামং মার্মা,, জনাব, অংহ্লাচিং মার্মা হ্যাডম্যান ২৮৮নং আলীকদম মৌজা” জনাব,মংক্যনু মার্মা চৌধুরী-হ্যাডম্যান ২৮৭ নং তৈন মৌজা ও বান্দরবান জেলা বিএনপির সদস্য,, জনাব, অংসুথোয়াই মার্মা ” জনাব,অনুমং মার্মা,সহ আলীকদম উপজেলার বিভিন্ন পাড়ার মার্মা সম্প্রদায়ের এক হাজা’র লোকজন ঝড়ো হয়ে -লামা-উপজেলার সিভিল প্রশাসন এবং পুলিশকে মারাইংতং পাহাড়ে উঠতে বাধা দেওয়ার নিমিত্তে সংক্ষিপ্ত মিছিল’সহ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত,মানব বন্ধনের নেতৃবৃন্দরা, বক্তব্যে বলেন, লামা প্রশাসন সাঙ্গু মৌজার হেডম্যান চম্পাত ম্রোর সাথে একযোগ হয়ে মারাইংতং পাহাড়ের বৌদ্ধ বিহার ও বিহারের জায়গা অবৈধভাবে দখল করার ষড়যন্ত্র করতেছেন। আলীকদম উপজেলা’র ভূমি রক্ষায় দল মত নির্বিশেষে মার্মা সম্প্রদায়ের-লোকজনে’র -জীবন থাকতে- মারাইংতং পাহাড়ে কোন ধরনের মাপামাপি বা সীমানা নির্ধারণ করতে দেওয়া হবে না। পার্বত্য ভুমি কমিশনের মাধ্যমে ভুমি বিরোধ নিষ্পত্তি করতে হবে। এছাড়াও তাদের নিজস্ব ভাষায়,,লামা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।