
মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম প্রতিনিধি-
পার্বত্য বান্দরবানের আলী কদম উপজেলায়-২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল তিন ঘটিকার সময়,আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয় মাঠে-আলীকদমে আমতলী পাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ঃ এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
উক্ত উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মোঃ ইসমাইল হাসান, চ্যানেল আই,বান্দরবান- প্রতিনিধি।
এতে-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মির্জা জহির উদ্দিন, অফিসার ইনচার্জ, আলীকদম থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ”জনাব মোঃ আবুল বশর -আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম উপজেলা।
জনাব মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক মৈত্রী উচ্চ বিদ্যালয়। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দর উপস্থিত ছিল দেখার মতোই।
এতে -সভাপতিত্ব করেন, জনাব আনোয়ারুল ইসলাম মামুন, আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
উক্ত উদ্বোধনী খেলায়,মাঠের দুই প্রান্তে মুখোমুখি হয় নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব- বনাম চৈক্ষ্যং রাস্তার মাথা জুনিয়র একাদশ। উক্ত ফুটবল খেলায় নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব ৬-০ গোলে জয়লাভ করে।
এতে-ম্যান অব দ্যাচ-বিজয়ী নয়াপাড়া ফ্রেন্ড সার্কেল ক্লাব এর ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, শেখ আরিফ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে -ফুটবল খেলা দেখার জন্য, আলীকদম উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে-ছুটে আসা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।